আগাম নির্বাচনের ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে চলতি বছর আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে বৃহস্পতিবার চলমান সংসদও ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। উত্তর কোরিয়ার হুমকির মুখে জাতীয় সংকটে জনগণের নতুন ম্যান্ডেট চাইতেই সোমবার তিনি এই ঘোষণা দেন।

_97999725_296dd335-dd35-4028-8301-dd27e9904978

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, রেকর্ড পরিমানে অ্যাবের জনপ্রিয়তা কমে যাওয়ার প্রেক্ষিতে এই ঘোষণা এসেছে। আগাম নির্বাচনের কোনও তারিখ ঘোষণা করেননি অ্যাবে। তবে জাপানি সংবাদমাধ্যমের ধারণা ২২ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

সোমবার জাপানি প্রধানমন্ত্রী শিক্ষা ও সামাজিক খাতে ১৭.৮ বিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, তিনি অর্থনিতক সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবেন এবং ঋণের বোঝা কমাতে বিক্রয় কর থেকে আহরিত রাজস্ব ব্যয় করা হবে।

বিশ্লেষকদের ধারণা, আগাম নির্বাচনের ফলে অ্যাবের জনপ্রিয়তা বাড়তে পারে এবং বিরোধীদের দুর্বলতা প্রকাশ পাবে।