পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন জাপানের পরিবেশমন্ত্রী

জাপানের জনপ্রিয় পরিবেশমন্ত্রী বলেছেন, জানুয়ারি মাসের শেষের দিকে তার প্রথম সন্তানের জন্ম হলে তিনি পিতৃত্বকালীন ছুটি নেবেন। যা দেশটির বিভিন্নখাতে কর্মরত বাবাদের জন্য ভালো উদাহরণ হবে। বুধবার তিনি এই ঘোষণা দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

9cdc3544b74b410ab0f243fa5d706871_18

পরিবেশমন্ত্রী শিনজিরো কৌজুমি বলেছেন, তিনি দুই সপ্তাহের ছুটি নেবেন তিন মাসের মধ্যে। পার্লামেন্ট ও মন্ত্রিসভায় তার দায়িত্ব যেন ক্ষতিগ্রস্ত না হয় এই শর্তে তিনি ছুটি নেবেন।

জাপানে ক্রমবর্ধমান জনসংখ্যার বার্ধক্য ও জন্মহার কমে যাওয়ার কারণে সরকার সম্প্রতি পিতৃত্বকালীন ছুটিকে উৎসাহ দিচ্ছে। দেশটিতে শিশু পালনে বাবাদের অংশগ্রহণ খুব কম। গত মাসে সরকারি কর্মীদের জন্য একমাসের বেশি পিতৃত্বকালীন ছুটির অনুমোদন দিয়ে একটি নীতি পাস করেছে।

এর আগে জাপানের হিরোশিমা ও মিয়েই শহরের গভর্নর পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন। কিন্তু মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে কৌজুমি এই ছুটি নিতে যাচ্ছেন।

৩৮ বছরের এই রাজনীতিক বলেছেন, এটি ছিল কঠিন সিদ্ধান্ত। কিন্তু তিনি এই পরিকল্পনা বাস্তবায়ন করবেন। যাতে করে তার মন্ত্রণালয়ের অন্যান্য কর্মী ও কাজে নিযুক্ত বাবাদের জন্য একটি ভালো উদাহরণ হয়ে থাকে।

কৌজুমি সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কৌজুমির ছেলে। জাপানের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে তাকে অনেকেই বিবেচনা করে থাকেন।