জাপান ভ্রমণে সতর্ক করলো যুক্তরাষ্ট্র

টোকিও অলিম্পিক শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে জাপানে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটি ভ্রমণে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন অলিম্পিক কর্মকর্তারা বলেছেন, অ্যাথলেটরা নিরাপদে খেলায় অংশ নিতে পারবে বলে আত্মবিশ্বাসী তারা। ইতোমধ্যে বেশিরভাগ ভ্রমণকারী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

জাপানে দীর্ঘদিন ধরেই করোনা রোগীর পরিমাণ কম ছিলো। সম্প্রতি দেশটিতে সংক্রমণের নতুন ঢেউ শুরু হওয়ায় কয়েকটি শহরের স্বাস্থ্যসেবা ব্যবস্থা সামর্থ্যের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। করোনা মহামারিতে জাপানে সাত লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে আর মারা গেছে প্রায় ১২ হাজার।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বলেছে, ভ্রমণকারীদের উচিত দেশটিতে সব ধরনের ভ্রমণ বাতিল করা। সিডিসি বলছে, পূর্ণ ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরাও বর্তমান পরিস্থিতিতে জাপান ভ্রমণ করলে করোনার বিভিন্ন ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন।

বিশ্বজুড়ে মহামারির কারণে যুক্তরাষ্ট্র বর্তমানে ১৫১টি দেশ ভ্রমণের বিষয়ের সতর্কতা জারি রেখেছে। এর মধ্যে ইউরোপের দেশগুলোও রয়েছে। বিশেষ ধরনের করোনা নিষেধাজ্ঞা বজায় রেখে ইউরোপের দেশগুলোতে বিভিন্ন খেলার আয়োজন সচল রয়েছে।

কোভিডের নতুন ভ্যারিয়েন্টের ভয়ে জাপান বর্তমানে কোনও পর্যটক বিংবা ব্যবসায়িক ভ্রমণের অনুমোদন দিচ্ছে না। বিশেষ পরিস্থিতি ছাড়া যুক্তরাষ্ট্রের ভ্রমণকারীদেরও প্রবেশ করতে দিচ্ছে না টোকিও। করোনা মহামারি মোকাবিলায় স্থানীয় সরকারগুলোকে বেশি ক্ষমতা প্রদান করতে বর্তমানে জাপানের বড় অংশ জুড়ে জারি রয়েছে জরুরি অবস্থা।

করোনা সংক্রমণ বাড়তে থাকলেও আগামী ২৩ জুলাই শুরু হওয়ার কথা রয়েছে টোকিও অলিম্পিক। গত বছর আয়োজনটি স্থগিত করে এই বছর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।