জাপানের পানিসীমায় চীনা কোস্টগার্ডের জাহাজ

দক্ষিণ চীন সাগরের জাপান নিয়ন্ত্রিত সেনকাকু দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকায় চীনা কোস্টগার্ডের দুইটি জাহাজ অনুপ্রবেশ করেছে। জাপান কোস্টগার্ড জানিয়েছে, রবিবার সকালে জাহাজগুলো জাপানের পানিসীমায় অনুপ্রবেশ করে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য জাপান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে এ নিয়ে মোট ২০ বার অঞ্চলটিতে অনুপ্রবেশ করেছে চীনা জাহাজ। রবিবারের ঘটনায় জাহাজগুলো জাপানের একটি মাছ ধরার নৌকার কাছে যাওয়ার চেষ্টা করলে জাপান কোস্টগার্ডের পক্ষ থেকে চীনা জাহাজগুলোকে অঞ্চলটি ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করে দেওয়া হয়। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। 

জাপানের প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকা দক্ষিণ চীন সাগরের ওকিনাওয়া প্রিফেকচার দ্বীপপুঞ্জকে নিজের বলে দাবি করে চীন। তবে বেইজিং অঞ্চলটিকে দিয়াওয়ু নামে আখ্যায়িত করে থাকে।