জাপান দূতাবাসের কর্মকর্তার বাসায় হানা মিয়ানমারের সরকারি বাহিনীর

মিয়ানমারে জাপান দূতাবাসের একজন কর্মকর্তার বাড়িতে হানা দিয়েছে দেশটির সরকারি বাহিনী। দেশটির বৃহত্তম নগরী ইয়াঙ্গুনে বিনা অনুমতিতে তার বাড়িতে ঢুকে পড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গত এপ্রিলে এ ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে বিষয়টি সংবাদমাধ্যমের নজরে আসেনি। ৪ জুলাই শনিবার সূত্রের বরাত দিয়ে জাপানভিত্তিক সংবাদমাধ্যম এনএইকে ওয়ার্ল্ড এ খবর দিয়েছে।

এনএইকে ওয়ার্ল্ড জানিয়েছে, এপ্রিল মাসের ১৭ তারিখে অনেক বিদেশি নাগরিক বাস করা এক আবাসিক ভবনে ওই ঘটনা ঘটে। নিরাপত্তা কর্মকর্তারা জাপান আন্তর্জাতিক সহযোগিতা এজেন্সি বা জাইকা-র একজন কর্মকর্তার বাড়িতেও ঢুকে পড়ে। তারা ওই কর্মকর্তার পরিবারের সদস্যদের দিকে তাদের বন্দুক তাক করে।

এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ওই ভবন ত্যাগ করে। তবে তাদের উপস্থিতিতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। জাপান দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে তারা একটি প্রতিবাদলিপি পাঠিয়েছে। বার্মিজ নিরাপত্তা বাহিনীর এমন কর্মকাণ্ড যে কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশনের পরিপন্থী সে বিষয়টি প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়েছে।