পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের পথে জাপান

জাপানের প্রধানমন্ত্রী ফিমিও কিশিদা বৃহস্পতিবার পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। এর ফলে এই মাসের শেষের দিকে দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে কিশিদা জানান, আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু হবে ১৯ অক্টোবর এবং ভোট অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর।

সাংবাদিকদের কিশিদা বলেন, আমরা কী করার চেষ্টা করছি এবং আমাদের লক্ষ্য কি তা জানাতে আমি নির্বাচনকে কাজে লাগাতে চাই।

অক্টোবরের ৪ তারিখ জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কিশিদা। মাত্র ১১ দিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে তিনি বলেন, আমার খুব ব্যস্ত সফর সূচি ছিল কিন্তু আশ্চর্যজনক হলেও আমি ক্লান্ত বোধ করছি না। নিজেকে সম্পূর্ণ লাগছে।

সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, ভোটাররা মহামারির অবসান ও অর্থনীতি পুনর্গঠনে দৃঢ় পরিকল্পনা ও পদক্ষেপ চান। ৪৮ শতাংশ মানুষ বলেছেন তারা চান কিশিদা’র প্রশাসন করোনাভাইরাস নিয়ে কাজ করুক এবং পরে অর্থনীতি পুনরুদ্ধার ও কর্মসংস্থানে যেনও জোর দেয়।

কিশিদার দল তার করোনারভাইরাসের পদক্ষেপকে প্রচারণায় সামনে আনছে। এর মধ্যে রয়েছে এই বছরে মুখে সেবনযোগ্য করোনার ওষুধ এবং তার নতুন পূঁজিবাদ, যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সম্পদের পুনঃবন্টনে গুরুত্বারোপ করা হয়েছে।