এক কাঁকড়ার দাম ৫০ লাখ!

জাপানে বিশাল আকৃতির একটি পুরুষ তুষার কাঁকড়ার দাম উঠেছে ৫০ লাখ ইয়েন বা প্রায় ৪৪ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩৭ লাখ ৮১ হাজার ৩৮৫ টাকা। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় জাপান সাগরের উপকূলে অবস্থিত কানাযাওয়া বন্দরের একটি বাজারে শীতকালীন সুস্বাদু খাবারের নিলাম অনুষ্ঠিত হয়। সেখানেই এই দাম উঠে।

ইশিকাওয়া জেলার মৎস্যজীবি সমিতি বিশাল আকৃতির পুরুষ তুষার কাঁকড়া বাছাই করে সেগুলোকে একটি নতুন ব্র্যান্ড নামের অধীনে বিক্রি করছে।

শনিবার ৫৮ টন কাঁকড়া ধরা পড়লেও মাত্র একটি কাঁকড়া ছয়টি মানদণ্ডের সবগুলো পূরণ করতে সক্ষম হয়। এটির ওজন ছিল দেড় কেজি এবং খোসাসহ ১৪ দশমিক ৫ সেন্টিমিটার দীর্ঘ ছিল।

স্থানীয় উষ্ণ প্রস্রবণের সরাইখানা পরিচালনাকারী একটি কোম্পানির প্রধান পাচক নিলামটি জিতে নেন।

টোকিওতে প্রতিবছরই শীতকে সামনে রেখে বিভিন্ন ধরনের সামুদ্রিক খাবারের নিলাম অনুষ্ঠিত হয়। ২০১৯ সালের নিলামে একটি কাঁকড়া বিক্রি হয় রেকর্ড ৪৬ হাজার ডলারে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩৯ লাখ ৪৫ হাজার ৬০০ টাকায়। সূত্র: এনএইচকে।