জাপানে বুস্টার ডোজ দেওয়া শুরু

করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে জাপান। প্রাথমিকভাবে দেশজুড়ে স্বাস্থ্যসেবা কর্মীদের এই ডোজ দেওয়া হবে।

স্থানীয় সময় বুধবার সকাল ৯টার আগে রাজধানীর মেগুরো ওয়ার্ডে অবস্থিত টোকিও মেডিক্যাল সেন্টারে একটি টিকাদান কেন্দ্র খোলা হয়। সেখানকার চিকিৎসা কেন্দ্রের প্রধানের দায়িত্বে রয়েছেন আরাকি কাযুহিরো।

তিনি বলেন, বর্তমানে প্রচলিত কোভিডের বিভিন্ন ভ্যাকসিনের ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকারিতা এখনও পরিষ্কার নয়। তবে ডেল্টা এবং অন্যান্য স্ট্রেইনের বিরুদ্ধে এসব টিকা একটি মাত্রা পর্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। তৃতীয় ডোজও খুবই গুরুত্বপূর্ণ।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কমপক্ষে আট মাস আগে দ্বিতীয় ডোজ নেওয়া ১০ লাখ চল্লিশ হাজার স্বাস্থ্যসেবা কর্মী ডিসেম্বর মাসে বুস্টার ডোজের জন্য নীতিগতভাবে যোগ্য বলে বিবেচিত হবেন।

আরও ২০ লাখ স্বাস্থ্যসেবা কর্মী এবং ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের ১০ লাখ ৩০ হাজার মানুষ আগামী বছরের জানুয়ারি নাগাদ বুস্টার ডোজের জন্য যোগ্য হিসেবে গণ্য হবে। সূত্র: এনএইচকে নিউজ।