স্থানীয়ভাবে ওমিক্রন ছড়িয়ে পড়ায় সতর্ক অবস্থানে জাপান

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট স্থানীয়ভাবে লোকজনের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করায় উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে জাপান। ওসাকা, কিয়োতো, টোকিও, ফুকুওকায় এমন কিছু সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে যেগুলোর ক্ষেত্রে সংক্রমণের পথ নির্ধারণ করা যায়নি। আক্রান্ত ব্যক্তিদের সম্প্রতি বিদেশ ভ্রমণেরও কোনও রেকর্ড নেই।

শনিবার ফুকুওকায় স্থানীয়ভাবে প্রথম সংক্রমণের খবর নিশ্চিত করা হয়। উপসর্গ দেখা দেওয়ার দুই দিন আগে আক্রান্ত ওই পুরুষ ওসাকা ও কিয়োতোতে গিয়েছিলেন। কর্মকর্তারা এখন অনুসন্ধান করে দেখছেন যে, তিনি সেখানেই ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন কিনা।

এদিকে ওসাকা, কিয়োতো ও টোকিওর কর্তৃপক্ষ বাসিন্দাদের এমনকি কোনও ধরনের উপসর্গ না থাকলেও বিনামূল্যে ভাইরাস পরীক্ষার অনুমোদন দেওয়া শুরু করেছে।

করোনাভাইরাসে দৈনিক নতুন সংক্রমণের সাপ্তাহিক গড় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে, অনেক লোক ভ্রমণের পাশাপাশি নানা জমায়েতে একত্রিত হবেন বিধায় নতুন বছরের ছুটির দিনগুলোতে সংক্রমণ বৃদ্ধির ঝুঁকিও বেড়ে যায়। সূত্র: এনএইচকে।