পারমাণবিক অস্ত্র বিলুপ্তির আহ্বান বিক্ষোভকারীদের

জাপানের নাগাসাকি শহরের বিক্ষোভকারীরা নববর্ষের দিনে একটি অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে পারমাণবিক অস্ত্র বিলুপ্তির আহ্বান জানিয়েছেন। প্রতি বছরের ১ জানুয়ারি শহরটিতে একটি অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়ে থাকে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই শহরটিতে একটি আণবিক বোমা আঘাত হেনেছিল। শনিবার শহরের শান্তি উদ্যানে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে ৬০ জনেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন।

বিক্ষোভকারীরা বেলা ১১টা ২ মিনিটে এক মুহূর্তের নীরবতা পালন করেন। ১৯৪৫ সালের ৯ আগস্ট এই সময়ে নাগাসাকিতে আণবিক বোমার বিস্ফোরণ ঘটেছিল।

শনিবারের কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জাপানি ভাষায় ‘শান্তি’ শব্দটি লেখা কিছু কাগজের টুকরো হাত দিয়ে তুলে ধরেন।

আণবিক বোমার আঘাত থেকে বেঁচে যাওয়া তানাকা ইয়াসুজিরো বলেন, ২০২২ সাল হবে একটি গুরুত্বপূর্ণ বছর। তিনি চান পরমাণু অস্ত্র না থাকা দেশগুলো এই অস্ত্রের অধিকারী দেশগুলোকে চাপ দিক, যাতে পারমাণবিক যুদ্ধাস্ত্রের সংখ্যা কমানো যায়।

পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ সংক্রান্ত জাতিসংঘ চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোর ২০২২ সালের মার্চ মাসে প্রথমবারের মতো বৈঠকে বসার কথা রয়েছে। এ ধরনের অস্ত্রের বিস্তার রোধ চুক্তির পর্যালোচনা সম্মেলনটি আগামী আগস্টে অনুষ্ঠিত হতে পারে। সূত্র: এনএইচকে নিউজ।