জাপানে ছুরি হামলা, আহত ৩

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ে শনিবার সকালে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন তিন জন। এনএইচকে নিউজের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে চায়না গ্লোবাল টিভি নেটওয়ার্ক (সিজিটিএন)।

প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার আগে সকাল ৮টার দিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে দুই শিক্ষার্থী এবং ৭০ বছরের এক ব্যক্তি আহত হয়।

টোকিও মেট্রোপলিটন পুলিশ হত্যাচেষ্টার সন্দেহভাজন হিসেবে ঘটনাস্থল থেকে ১৭ বছরের এক একজনকে গ্রেফতার করেছে।

পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য জাপান টাইমস জানিয়েছে, রাজধানীর বুঙ্কিও ওয়ার্ডে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে সকাল সাড়ে ৮টার দিকে পিঠে আঘাত পাওয়া তিন জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা খুব বেশি গুরুতর নেই।