জাপানের প্রধানমন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা রাশিয়ার

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। বুধবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ফুমিও কিশিদাসহ মোট ৬৩ জন জাপানি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। তাদের মধ্যে কর্মকর্তা, সাংবাদিক ও অধ্যাপকও রয়েছেন।

তালিকায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি এবং প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশিরও নাম রয়েছে।

মস্কোর দাবি, রাশিয়ার বিরুদ্ধে ‘অগ্রহণযোগ্য বক্তব্য’ দেওয়ার দায়ে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের অনির্দিষ্টকালের জন্য রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে ইউক্রেনে আগ্রাসনের ঘটনায় গত মাসে রুশ কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে জাপান। একইসঙ্গে রাশিয়ার আট জন কূটনীতিককেও বহিষ্কার করে টোকিও।

ওই সময়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, বেসামরিকদের হত্যা ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়ে বারবার আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে রাশিয়া। এগুলো ক্ষমার অযোগ্য যুদ্ধাপরাধ।