দৃষ্টিহীনদের সুবিধার্থে এআই স্যুটকেস

৬৫ বছরের জাপানি নাগরিক শিকো আসাকাওয়া। অন্ধ এই কম্পিউটার বিজ্ঞানী সম্প্রতি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) স্যুটকেস তৈরি করে আলোচনার ঝড় তুলেছেন।

এটি হচ্ছে ক্যামেরা, জিপিএস এবং সেন্সর সংবলিত এমন এক ধরনের স্যুটকেস যা দৃষ্টিহীন ব্যক্তিকে লাঠি বা গাইড ছাড়াই দিক নির্ণয় করে চলতে সাহায্য করে। সামনে কোনো বস্তু বা মানুষ থাকলেও সেন্সরের সাহায্যে সহজেই তা বুঝতে পারবেন ব্যবহারকারী।

মর্মান্তিক এক দুর্ঘটনায় মাত্র ১৪ বছর বয়সে দৃষ্টিশক্তি হারান শিকো আসাকাওয়া। দীর্ঘদিন দৃষ্টি প্রতিবন্ধকতার সঙ্গে লড়াইয়ের পর ২০১৭ সালে তিনি প্রথম এআই স্যুটকেস তৈরির প্রকল্প হাতে নেন। ছয় বছর পর ২০২৩ সালে এটির বাণিজ্যিক প্রস্তুতি যেতে সক্ষম হন।

কেবল বিজ্ঞানী হয়েই নন, টোকিওর জাতীয় উদীয়মান বিজ্ঞান ও উদ্ভাবন জাদুঘরের পরিচালকের দায়িত্বও পালন করেছেন শিকো আসাকাওয়া। এতোসব কাজের মধ্য দিয়ে দেখিয়ে দিয়েছেন, যেকোনও প্রতিবন্ধকতাকে জয় করে লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

নিজের উদ্ভাবন আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর নজরে এলে ২০২০ সালে এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেন শিকো আসাকাওয়া। তার ভাষায়, ‘এআই আমার দৃষ্টি প্রতিবন্ধকতাকে সরিয়ে রেখে আমাকে মুক্তভাবে চলাচলে সাহায্য করে।  এটি আমার কাছে স্বপ্নের মতো।’

স্মার্টফোনের মাধ্যমে গন্তব্য ঠিক করে দিলে নির্ধারিত গন্তব্যে যেতে সাহায্য করবে এটি। বহনযোগ্য লাগেজ হিসেবে ছোট এই এআই স্যুটকেস বেশ কাজের। সূত্র: ওডিটি সেন্ট্রাল।