ব্রাজিলে ব্যাংক ডাকাতির চেষ্টা, বন্দুকযুদ্ধে নিহত ১৪

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় একটি ছোট শহরে ব্যাংক ডাকাতির চেষ্টার সময় পুলিশের সঙ্গে বন্দুকযু্দ্ধে ছয়জন জিম্মিসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ভোরে এই ডাকাতির চেষ্টা করা হয়। ডাকাতরা দুটি ব্যাংকের এটিএম বুথে বোমার বিস্ফোরণ ঘটায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

download

স্থানীয় গভর্নরের কার্যালয়ের এক বিবৃতি বলা হয়েছে, সিয়ারা প্রদেশের মিলাগ্রেস সড়কের একটি ব্যাংকের শাখায় ডাকাতদের লক্ষ্য করে পুলিশ গুলি শুরু করলে হতাহতের ঘটনা ঘটে। সন্দেহভাজন ডাকাত দলের পাঁচ সদস্য স্থানীয় সময় মধ্যরাত ২টায় নিহত হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয়। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় ৮ জনকে আটক করেছে পুলিশ।

বিবৃতিতে আরও বলা হয়, ডাকাতদের জিম্মি করা ছয় ব্যক্তিও নিহত হয়েছেন। স্থানীয় মহাসড়কে একটি ট্রাক দিয়ে অবরোধ করে অবস্থান নেয় ডাকাতরা। এখানেই তারা বেশ কয়েকজনকে জিম্মি করে। তিন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, জিম্মিদের মধ্যে নিহত ৫ জন একই পরিবারের সদস্য। এদের মধ্যে ১৩ ও ১৪ বছরের দুই শিশু রয়েছে।