লাতিন আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ছাড়ালো

লাতিন আমেরিকায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের সংগৃহীত পরিসংখ্যান অনুসারে, শনিবার রাতে অঞ্চলটিতে মৃতের সংখ্যা এই মাইলফলক অতিক্রম করে।

brazil-1592032104270

করোনার এপিসেন্টারে পরিণত হয়েছে লাতিন আমেরিকা। বিশ্বে করোনায় মৃতের সংখ্যার হিসেবে যুক্তরাষ্ট্র বাদ ব্রাজিল ও মেক্সিকোতে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। এই দুটি দেশেই পুরো লাতিন আমেরিকার ৭০ শতাংশ মৃত্যু হয়েছে।

ব্রাজিল ও মেক্সিকো ভাইরাসের সংক্রমণ বিস্তার ঠেকাতে ও অর্থনীতি পুনরায় চালু করতে গৃহীত পদক্ষেপের ভারসাম্য বজায় রাখতে পারেনি। মহামারির আগে থেকেই দুটি দেশে অর্থনৈতিক সংকট বিরাজ করছিল।

গত সপ্তাহে ব্রাজিলে করোনাভাইরাসে ১ হাজার ৫৯৫ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে। শনিবার দেশটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৮ জনের। মেক্সিকোতে শনিবার মৃত্যু হয়েছে ৭৮৪ জনের এবং প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় ৯ হাজার নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে।

লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোও করোনার বিস্তার ঠেকাতে হিমশিম খাচ্ছে। পেরুতে আরও ১৯১ জনের মৃত্যু হওয়ার পর অঞ্চলটিতে মৃতের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে।