মাস্ক ছাড়া সেলফি তুলে জরিমানা দিলেন চিলির প্রেসিডেন্ট

চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরাকে সাড়ে তিন হাজার ডলার জরিমানা করা হয়েছে। সাস্থ্যবিধি ভঙ্গ করে সমুদ্র সৈকতে এক পথচারীর সঙ্গে মাস্ক ছাড়া সেলফি তোলার কারণে তাকে এই জরিমানার মুখে পড়তে হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

chile-president-mask-less-selfie-1608389262739

চিলির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, করোনাভাইরাস মহামারিতে মাস্ক পরা বাধ্যতামূলক। মহামারিতে জনসমাগমস্থলে মাস্ক পরার কঠোর আইন জারি রয়েছে। এই আইনভঙ্গকারীদের জন্য জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে।

ডিসেম্বরের শুরুতে সেলফিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষমা চেয়ে জরিমানা প্রদান করেছেন প্রেসিডেন্ট পিনেরা। তিনি ব্যাখ্যা করে জানান, চিলির সমুদ্রবর্তী কাচাগুয়া শহরে নিজের বাড়ির কাছে সৈকতে তিনি হাঁটছিলেন। এ সময় এক নারী তাকে চিনতে পেরে ছবি তোলার অনুরোধ করেন।

ছবিতে দেখা গেছে, প্রেসিডেন্ট এবং ওই নারী খুব কাছাকাছি অবস্থান করছেন। তাদের কেউই মাস্ক পরেননি।

চিলিতে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮১ হাজার ১৩৫ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১৬ হাজার ৫১ জনের।