জেলখানায় আত্মহত্যার চেষ্টা বলিভিয়ার সাবেক প্রেসিডেন্টের

কারাগারে আত্মহত্যার চেষ্টা করেছেন বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জেনিন আনেজ। তার অবস্থান এখন স্থিতিশীল। এ ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ২০১৯ সালে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগে তাকে অভিযুক্ত করেন প্রসিকিউটররা। এরপর থেকেই জেলে রয়েছেন সাবেক এ প্রেসিডেন্ট।

তার মেয়ে ক্যারোলিনা রিবেরা বলেছেন, দীর্ঘদিন জেলে থাকায় তার মা মারাত্মক চরম হতাশায় ভুগছেন। এ কারণেই স্থানীয় সময় শনিবার নিজে আত্মহত্যার চেষ্টা করেন। 

জেনিন আনেজ-এর আইনজীবী নরমা কুয়েলার বলছেন, ৫৪ বছর বয়সী সাবেক প্রেসিডেন্টের পক্ষ থেকে বেদনাঘন সাহায্যের আবেদন। তিনি মাত্রাতিরিক্ত হয়রানির শিকার বলেও মনে করেন।

২০১৯ সালে প্রেসিডেন্ট ইভো মোরালেস ক্ষমতাচ্যুত হলে ক্ষমতায় আসেন জেনিন আনেজ। কিন্তু সে বছরের ১৩ মার্চ গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে সেই সময়কার সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্র, রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়। পরে তাকে লা পাজের নারী কারাগারে পাঠানো হয়। তখন থেকেই তিনি বন্দী আছেন তিনি।