ব্রাজিলে গরুর দেহে বিরল রোগ

ব্রাজিলে গরুর দেহে বিরল রোগ ‘ম্যাড কাউ’ শনাক্ত হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে। সংক্রমণের আশঙ্কায় জরুরিভিত্তিতে চীনে মাংস রফতানি বন্ধ করে দিয়েছে দেশটি। দুটি গরু এই রোগে আক্রান্ত হওয়ায় মানুষ এবং পশুর স্বাস্থ্যে ঝুঁকি দেখছে না ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়।

কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে, কিছুদিন আগে মিনাস গেরাইস এবং মাতো গ্রোসো রাজ্যে দুটি প্রাপ্ত বয়স্ক গরুর শরীরে বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি (বিএসই) কিংবা ‘ম্যাড কাউ’ রোগ শনাক্ত হয়। এটি পশুর মারাত্মক রোগ।

এমন পরিস্থিতিতে চীনের সঙ্গে রফতানি বন্ধ করা দেওয়া হয়। রফতানি পুনরায় কবে শুরু হবে তা স্পষ্ট করা হয়নি। এর আগে, মাতো গ্রোসো রাজ্যে ২০১৯ সালে ১৭ বছরের এক গরুর দেহে ‘ম্যাড কাউ’ শনাক্ত হয়।

১৯৮০ সালে প্রথম ম্যাড কাউ রোগ যুক্তরাজ্যে চিহ্নিত হয়। পরবর্তীতে ইউরোপসহ বেশ কিছু দেশে ছড়িয়ে পড়ে। তখন গরুর মাংস শিল্পে সংকট দেখা দেয়।