১৫ বছরের মধ্যে অ্যামাজনে সবচেয়ে বেশি গাছ উজাড়

ব্রাজিলের সরকারি হিসেবে দেখা গেছে, গত ১৫ বছরের মধ্যে অ্যামাজনে গাছ উজাড়ের পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থার (ইনপে) হিসেবে দেখা গেছে এক বছরে গাছ উজাড়ের পরিমাণ বেড়েছে ২২ শতাংশ।

কপ২৬ জলবায়ু সম্মেলনে ২০৩০ সাল নাগাদ যেসব দেশ বন উজাড় অবসানের প্রতিশ্রতি দিয়েছে তাদের মধ্যে অন্যতম ব্রাজিল। দেশটির বড় অংশ জুড়ে অবস্থিত অ্যামাজন জঙ্গলে প্রায় ত্রিশ লাখ প্রজাতির গাছ ও প্রাণী ছাড়াও দশ লাখের বেশি আদিবাসী মানুষের বসতি রয়েছে। বৈশ্বির উষ্ণতা বৃদ্ধি ঠেকাতে অ্যামাজনের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়।

ইনপে’র সর্বশেষ হিসেবে দেখা গেছে, ২০২০-২১ মেয়াদে অ্যামাজনের ১৩ হাজার ২৩৫ বর্গকিলোমিটার এলাকার গাছ উজাড় হয়েছে। যা ২০০৬ সালের পর সর্বোচ্চ। পরিবেশমন্ত্রী জোয়াকিম লেইটে বলেছেন, এই তথ্য একটি চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। তিনি বলেন, ‘এই সম্পর্কিত অপরাধের বিষয়ে আমাদের আরও বেশি কঠোর হতে হবে।’ তিনি আরও বলেন, এই তথ্যে গত কয়েক মাসের পরিস্থিতি সঠিকভাবে প্রতিফলিত হয়নি।

প্রেসিডেন্ট জইর বলসোনারোর আমলে অ্যামাজনে গাছ উজাড় বেড়েছে। এই প্রেসিডেন্ট অ্যামাজনে কৃষি ও খনি কার্যক্রমে উৎসাহ যুগিয়েছেন। ইনপের সঙ্গেও বিরোধে জড়িয়েছেন বলসোনারো। ২০১৯ সালে তিনি অভিযোগ করেন সংস্থাটি ব্রাজিলের সুনাম ক্ষুণ্ন করছে।

কিন্তু নভেম্বরের গ্লাসগো জলবায়ু সম্মেলনে বন উজাড় বন্ধের প্রতিশ্রুতিতে স্বাক্ষর করা দেশগুলোর একটি ব্রাজিল। এই প্রতিশ্রুতিতে অন্তর্ভুক্ত রয়েছে এক হাজার ৯২০ কোটি ডলারের সরকারি ও বেসরকারি তহবিল। এই তহবিলের একটি অংশ যাবে দরিদ্র দেশগুলোতে ক্ষতিগ্রস্ত বনাঞ্চল পুনরুদ্ধারে।