পর্যটকদের নৌকার ওপর পাহাড় ধস, হতাহত ৩৯

ব্রাজিলে পর্যটকবাহী নৌকার ওপর পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। আহত হয়েছেন আরও ৩২ জন। নিখোঁজ রয়েছেন ৩ জন।

শনিবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস রাজ্যের ওই লেকে এই দুর্ঘটনা ঘটে। দুটি পাহাড়ের মাঝখান দিয়ে একটি হৃদ বয়ে গেছে। গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টির ফলে পাহাড় থেকে পাথর পড়ে। নিচ দিয়ে কয়েকটি পর্যটকবাহী নৌকা যাওয়ার পথে পাহাড় থেকে বড় বড় খণ্ড পড়লে হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় দমকল বাহিনীর কর্মকর্তা জানিয়েছে, মাথায় পাথরের আঘাতে গুরুতর আহত হয়েছেন অনেকে। আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ৯ জন।

পাহাড় ধসের ফলে তিনটি নৌকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজদের সন্ধানে ডুবুরি দলের পাশাপাশি হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। দুর্ঘটনার কারণে ওই এলাকায় সাময়িক সময়ের জন্য পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সূত্র: বিবিসি