কলম্বিয়াতে কারাগারে দাঙ্গা, অগ্নিকাণ্ডে নিহত ৫১

কলম্বিয়ার একটি কারাগারে অগ্নিকাণ্ডে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির জাতীয় কারাগার সংস্থা জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর তুলুয়াতে কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষের পর এই আগুন ছড়িয়ে পড়ে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

কারা সংস্থার প্রধান জেনারেল টিটো কাস্টেলানোস বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। কারাগারে দাঙ্গা পরিস্থিতি ছিল। বন্দিরা কারাগারের গদিতে আগুন দিলে তা ছড়িয়ে পড়ে।

তিনি জানিয়েছেন ৫১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজনকে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, বেশিরভাগের মৃত্যু হয়েছে ধোঁয়ার কারণে। আরও ২৪ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় দমকল বিভাগের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে।

কারাগারটিতে ১ হাজার ২৬৭জন বন্দি ছিলেন। যে সেল ব্লকে আগুন লাগে সেখানে ১৮০জন বন্দি ছিলেন।

লাতিন আমেরিকার বিভিন্ন দেশের মতো কলম্বিয়ার কারাগারে ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দি রয়েছে। সরকারি তথ্য অনুসারে, কলম্বিয়ার কারাগারগুলোর ধারণক্ষমতা ৮১ হাজার বন্দির। কিন্তু এখন বন্দি আছেন ৯৭ হাজার।