মার্কিন চাপের পরও ব্রাজিলে নোঙর করলো ইরানি যুদ্ধজাহাজ

ব্রাজিলের রিও ডি জ্যানেইরোতে ইরানের দুটি যুদ্ধজাহাজ নোঙর করেছে। জাহাজ দুটিকে নোঙরের অনুমতি না দিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাপের পরও ব্রাজিলীয় প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভার সরকার এই অনুমোদন দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আইআরআইএস মাকরান ও আইআরআইএস ডেন যুদ্ধজাহাজ রবিবার সকালে রিও’র বন্দরে পৌঁছেছে বলে বন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে।

ফেব্রুয়ারি মাসের শুরুতে রয়টার্স এক প্রতিবেদনে বলেছিল, জানুয়ারির শেষ দিকে মার্কিন চাপে ইরানের যুদ্ধজাহাজকে নোঙরের অনুমতি দেয়নি। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের আগে সহযোগিতার ইঙ্গিত দিতে এমন পদক্ষেপ নিয়েছিলেন ব্রাজিলীয় প্রেসিডেন্ট।

কিন্তু সফর শেষে ইরানি যুদ্ধজাহাজ দুটিকে নোঙরের অনুমোদন দেওয়া হলো। ব্রাজিলের নৌবাহিনীর উপ-প্রধান ভাইস অ্যাডমিরাল কার্লোস এডুয়ার্ডো হর্তা আরেন্তজ ২৬ থেকে ৪ মার্চ পর্যন্ত দেশটির বন্দরে যুদ্ধজাহাজটিকে নোঙরের অনুমোদন দিয়েছেন।

এই বিষয়ে ব্রাজিলের মার্কিন দূতাবাসের তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই কেবল ব্রাজিলের নৌবাহিনী এই অনুমোদন দিয়েছে।

ব্রাজিলে ইরানি যুদ্ধজাহাজের উপস্থিতি যুক্তরাষ্ট্রকে বিরক্ত করছে। এমন সময় এই ঘটনা ঘটলো যখন লুলা সরকারের সঙ্গে বাইডেন প্রশাসন সম্পর্ক গভীর করতে চাইছে।