অন্ধকারে নিমজ্জিত অর্ধেক আর্জেন্টিনা

জাতীয় বিদ্যুৎ গ্রিডে আগুন লাগায় আর্জেন্টিনার অর্ধেকেরও বেশি অঞ্চল বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। রাজধানী বুয়েনস আইরেসসহ অন্যান্য বড় শহর এবং গ্রামাঞ্চলের বড় অংশ সম্পূর্ণ বা আংশিকভাবে এতে প্রভাবিত হয়েছে।

বলা হচ্ছে, আগুনের সূত্রপাত খোলা মাঠে থেকে। এই আগুন ছড়িয়ে করে উপকূলীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ লাইনগুলোতে। এতে বাধ্য হয়ে বন্ধ করে দেওয়া হয় একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।

প্রাকৃতিক দুর্যোগের এমনিতেই নাকাল আর্জেন্টিনা। তাপপ্রবাহের কারণে লাতিন আমেরিকার দেশটি ধুঁকছে তীব্র খরায়। এই অবস্থায় ‘মরার উপর খাঁড়ার ঘা’ হয়ে নেমে এলো বিদ্যুৎ বিপর্যয়। দেশটির কিছু অংশে তাপমাত্রা ধারাবাহিকভাবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রয়েছে।

বিদ্যুৎ বিভ্রাটের সঙ্গে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কিছু অঞ্চলের দৈনন্দিন জীবনকে স্থবির করে দিয়েছে। অনেক জায়গায় ক্লাস স্থগিত করা হয়েছে। বন্ধ রয়েছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান।       

বিভ্রাটের প্রধান শহরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আনুমানিক ১৫ লাখ মানুষ এখনও বুয়েনস আইরেস মেট্রোপলিটন এলাকায় বিদ্যুৎবিহীন।

জ্বালানি মন্ত্রণালয় বলছে, শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তারা আত্মবিশ্বাসী।

আর্জেন্টিনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া অস্বাভাবিক ঘটনা নয়। ২০১৯ সালে বড় ধরনের বৈদ্যুতিক বিপর্যয়ে আর্জেন্টিনার পাশাপাশি প্রতিবেশী উরুগুয়েতে কয়েক মিলিয়ন মানুষকে অন্ধকারে নিমজ্জিত হয়েছিল। এ ছাড়া ২০২০ সালে বুয়েনস আইরেসে কয়েক হাজার বাড়ি একসঙ্গে বিদ্যুৎ বিছিন্ন ছিল। সূত্র: বিবিসি