ইকুয়েডরের প্রেসিডেন্ট পদপ্রার্থী হত্যার সন্দেহভাজন ৬ জনকে কারাগারে হত্যা

ইকুয়েডরের কারাগারে ছয় জনকে হত্যা করা হয়েছে। শুক্রবার (০৭ অক্টোবর) ইকুয়েডরের প্রেসিডেন্ট পদপ্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওর হত্যার সন্দেহভাজনদেরকে হত্যা করা হয়েছে। কারা কর্তৃপক্ষ বলেন, আগামী সপ্তাহে ইকুয়েডরের জাতীয় নির্বাচন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

হত্যাকাণ্ডের কোনও তথ্য না দিয়ে এনএসআই কারা কর্তৃপক্ষ শুধু বলেছে, এই ছয় ব্যক্তি কলম্বিয়ার নাগরিক।

গত আগস্ট মাসে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ভিলাভিসেনসিও। ইকুয়েডরের রাজধানী কুইটোতে হত্যার শিকার হন তিনি। সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে অভিযোগ তুলেছিলেন ভিলাভিসেনসিও।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় শুক্রবার জানিয়েছে, ইকুয়েডরের গোইয়াকুইল শহরে এই কারাগার অবস্থিত। কুখ্যাত অপরাধীদের এই কারাগারে রাখা হয়। ইকুয়েডরের সরকার এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে।

দেশটির বিদায়ী প্রেসিডেন্ট গুইলারমো লাসো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) বলেছেন, সত্য একদিন প্রকাশ পাবে।

ব্যবসায়িক উত্তরাধিকারী ড্যানিয়েল নোবোয়া সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, কারাগারে কী হয়েছে, তা সরকারকে স্পষ্ট করে জানাতে হবে।