ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা

উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো)-র অংশীদার হতে আগ্রহ প্রকাশ করেছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এমন আগ্রহ প্রকাশ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী লুইস পেট্রি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আর্জেন্টিনার প্রতিরক্ষামন্ত্রী লুইস পেট্রি বলেন, উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার ডেপুটি সেক্রেটারি জেনারেল মিরসিয়া জিওনার সঙ্গে দেখা করেছেন। ন্যাটোর অংশীদার হওয়ার জন্য একটি চিঠি দিয়েছেন তিনি।

ন্যাটের মতে, গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও সামরিক অভিযানে অংশগ্রহণের মাধ্যমে জোটের সদস্যদের সহযোগিতা করে থাকে বৈশ্বিক অংশীদাররা।

ন্যাটোর বর্তমান বৈশ্বিক অংশীদারদের মধ্যে রয়েছে, অস্ট্রেলিয়া, কলম্বিয়া, ইরাক, জাপান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, নিউ জিল্যান্ড ও পাকিস্তান।

আর্জেন্টিনা মঙ্গলবার জানিয়েছে, ডেনমার্ক থেকে যুক্তরাষ্ট্রের তৈরি ২৪টি এফ-১৬ যুদ্ধবিমান কিনছে। এই অস্ত্র কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থনে চুক্তি করেছে আর্জেন্টিনা।