সিরিয়ায় মার্কিন বিমান হামলায় ৬২ সরকারি সেনা নিহত






পূর্ব সিরিয়ায় মার্কিন বিমান হামলায় সরকারি বাহিনীর ৬২ সদস্য নিহতসিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় সে দেশের সরকারি বাহিনীর অন্তত ৬২ জন সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে। রাশিয়া জানিয়েছে, মার্কিন এ বিমান হামলায় সিরিয়ার সরকারি বাহিনীর সদস্যরা নিহত হয়েছেন। কথিত আইএসের বিরুদ্ধে হামলা চালাতে গিয়ে সিরিয়ার সরকারি বাহিনীর ওপর হামলা চালায় মার্কিন বিমান।
এ ঘটনায় আইএস জঙ্গিদের আরও সুবিধা করে দিয়েছে বলে দাবি করেছে রাশিয়া।
বিবিসি জানায়, শনিবার পূর্ব সিরিয়ার ডের আল-জউর এলাকায় আইএস জঙ্গিদের ওপর মার্কিন বিমান হামলা করে। কিন্তু এখানে যে সিরিয়ার সরকারি বাহিনী অবস্থান করছে, তা তাদের জানা ছিল না।
এর আগে রাশিয়া অভিযোগ করেছিল, মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তি না মেনে চলায় জঙ্গি গোষ্ঠীগুলো আরও সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে এবং তারা পাল্টা হামলা চালাতে উদ্বুব্ধ হচ্ছে।
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, যৌথবাহিনী ধারণা করেছিল, তারা কথিত ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের ওপর হামলা চালাচ্ছে। পরে রাশিয়ার কর্মকর্তারা বিষয়টি তাদের জানালে মার্কিন যুক্তরাষ্ট্র বিমান হামলা তাৎক্ষণিকভাবে বন্ধ করে।
কিন্তু ততক্ষণে সিরিয়ার সরকারি বাহিনীর অন্তত ৬২ জন সৈন্য নিহত হন। তবে দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান মনিটরিং গ্রুপ জানিয়েছে, মার্কিন বিমান হামলায় সিরিয়ার সরকারি বাহিনীর ৮০ জন সদস্য নিহত হয়েছেন।

/এবি/