ইরাকে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত অন্তত ৩২

nonameআশুরা পালনের সময় ইরাকের বাগদাদে শিয়া মুসলিমদের এক সমাবেশে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। শনিবার বাগদাদের উত্তরাঞ্চলের একটি ব্যস্ত মার্কেটে এ বিস্ফোরণ ঘটে। এতে আরও অন্তত ৬০ জন আহত হয়েছেন। তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, অনেক শিয়া মুসলিম শহরটিতে আশুরা পালনের জন্য জড়ো হয়েছেন। সপ্তম শতকে মহানবী (সা.) এর দৌহিত্র ইমাম হোসেনকে স্মরণে তারা শোক পালন করছিলেন। এরকমই একটি তাঁবুতে মধ্যাহ্নভোজের সময় এক আত্মঘাতী হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটায়। এ সময় তাঁবুটি মানুষের পূর্ণ ছিলো।

মেসেজিং অ্যাপস টেলিগ্রামে এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে আইএস।

সুন্নি জঙ্গিরা শিয়া মুসলিমদের এরকম উপলক্ষে হামলা চালিয়ে আসছে বেশ কিছুদিন ধরে। চলতি বছর এ পর্যন্ত আইএসের বোমা হামরায় বাগদাদে কয়েকশ মানুষ নিহত হয়েছেন। জুলাই মাসে বাগদাদের একটি জনপ্রিয় মার্কেটে বিস্ফোরকভর্তি ট্রাক বিস্ফোরিত হয়ে কয়েকশ মানুষ মারা যান। ২০০৭ সালের পর এটাই ছিলো সবচেয়ে ভয়াবহ হামলা। সূত্র: বিবিসি।

/এএ/