‘ভুল করে’ ইয়েমেনে শেষকৃত্য অনুষ্ঠানে হামলা চালায় সৌদি আরব

nonameইয়েমেনে হুথি বিদ্রোহীদের একটি শেষকৃত্য অনুষ্ঠানে ‘ভুল করে’ বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সৌদি আরব নেতৃত্বাধীন জোট। সৌদি আরবের দাবি, ভুল তথ্য পেয়ে এ হামলা চালানো হয়েছিল। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

৮ অক্টোবর হুথি বিদ্রোহীদের একটি শেষকৃত্য অনুষ্ঠানে সৌদি জোটের বিমান হামলায় অন্তত ১৪০ জন নিহত হয়। দুই বছর ধরে চলমান সংঘাতে একটি হামলায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা এটি। আন্তর্জাতিকভাবে এ হামলার নিন্দা করা হয়।

হামলার পর গঠিত তদন্ত কমিটি জানিয়েছে, হামলাটি জোটের আক্রমণের সঙ্গে সাংঘর্ষিক এবং ভুল তথ্যের ওপর ভিত্তি করে হামলাটি চালানো হয়। তদন্ত কমিটি ইয়েমেনের নির্বাসিত প্রেসিডেন্টের চিফ অব স্টাফকে এ হামলার জন্য দায়ী করা হয়।

এর আগে বিদ্রোহী হুথি সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ‘সৌদি আরবই ওই হামলা চালিয়েছে।’ তবে সৌদি কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। তাদের দাবি, অন্য কেউ এই হামলা চালিয়েছে।

ইয়েমেনের বেসামরিক অনুষ্ঠানে বিমান হামলার ঘটনা নতুন কিছু নয়। এর আগে, গত বছরের সেপ্টেম্বরে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ তায়েজের মোখা শহরে একটি বিয়ের অনুষ্ঠানে সৌদি বিমান হামলায় অন্তত ১৩০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছিলেন।

উল্লেখ্য, গত বছর ইয়েমেনের শিয়া হুথি বিদ্রোহীরা দেশটির রাজধানী সানা সহ উত্তরাঞ্চলের একটা বড় অংশ দখল করে নেয়। তাদের দমনে ২০১৫ সালের ২৬ মার্চ থেকে বিমান হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। হামলার মাধ্যমে সৌদি সরকার ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল ও হুথি বিদ্রোহীদের নির্মূল করতে চায়।

২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরুর পর থেকে প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছেন। এর অর্ধেকেরও বেশি বেসামরিক নাগরিক। গৃহহীন হয়েছেন প্রায় ১৫ লাখ মানুষ। সূত্র: বিবিসি।

/এএ/