১০ বিলিয়ন ডলার ব্যয়ে নতুন দুটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে ইরান

আলি আকবর সালেহিনতুন দুটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র  স্থাপনে ১০ বিলিয়ন ডলার ব্যয় করবে ইরান। দেশটির পারমাণবিক শক্তি সংস্থার  প্রধান আলি আকবর সালেহি শনিবার এ তথ্য জানিয়েছেন। এক অনুষ্ঠানে আলোচনায় তিনি জানান, ইরানের বুশেহর শহরে ১০ বিলিয়ন ডলারের নতুন দুটি পারমাণবিক প্রকল্পের কাজ শুরু হয়েছে।

আলি আকবর সালেহি জানান, সেন্ট্রাল ব্যাংক অব ইরানের অনুমোদন সাপেক্ষে আগামী এক-দুই সপ্তাহের মধ্যে নতুন প্রকল্পের অর্থ ছাড় শুরু হবে।

অনুষ্ঠানে এ কর্মকর্তা জানান, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ইরান বেশকিছু খাতে অগ্রগতি অর্জন করেছেন। দেশটি এখন উজ্জ্বল ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে আছে।

ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এই বুশেহর শহরেই অবস্থিত। ২০১১ সালের সেপ্টেম্বর মাসে দেশটির প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এ বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে।

২০১৪ সালে ইরান-রাশিয়া নতুন দুটি পারমাণবিক রিঅ্যাক্টর স্থাপনে ‍চুক্তিবদ্ধ হয়। এছাড়া একই বছরের নভেম্বর তেহরান-মস্কো ইরানে আরও আটটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি স্বাক্ষর করে। সূত্র: ইরান ফ্রন্ট পেজ।

/এএ/