আটকের একদিন পর বিবিসির সাংবাদিককে মুক্তি দিলো তুরস্ক

2485তুরস্কের একটি খনি দুর্ঘটনার খবর প্রচারের সময় তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে বিবিসির এক সাংবাদিককে কোন কারণ ব্যাখ্যা না করে আটক করেছে কর্তৃপক্ষ। আটকের একদিন পর অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আটককৃত বিবিসির সাংবাদিকের নাম হাতিস কামার। তিনি বিবিসির তুর্কি সংস্করণে কর্মরত ছিলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, কুর্দি অধ্যুষিত শির্ত অঞ্চলে কয়লা খনির দুর্ঘটনার বিষয়ে প্রতিবেদন প্রচার করায় হাতিস কামারকে গ্রেফতার করেছে তুরস্ক কর্তৃপক্ষ। খনির ওই দুর্ঘটনায় ১০ জনের প্রাণহানি ঘটে।
এক বিবৃতিতে বিবিসি জানায়, গত ১৭ নভেম্বর তামা খনি দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন কামার। দুর্ঘটনায় ১০ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া নিখোঁজ আরও ৬ শ্রমিককে উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত রয়েছে।

তবে ওই সাংবাদিককে আটকের কোনও কারণ উল্লেখ করা তুর্কি বিবিসির হয়নি বিবৃতিতে।  বিবিসি ছাড়াও তিনি জার্মানির একটি সংবাদমাধ্যমে কর্মরত ছিলেন। জার্মান সংবাদমাধ্যম জানিয়েছে, তুরস্কের বিদ্রোহী গোষ্ঠী পিকেকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে আটক করা হয়।

তবে সরকারিভাবে কামারের আটকের কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। সূত্র: গার্ডিয়ান।

/এএ/