ফিলিস্তিনি হত্যায় অভিযুক্ত সেনাকে ক্ষমা করার আহ্বান নেতানিয়াহু’র





আহত অবস্থায় এক ফিলিস্তিনিকে হত্যায় দোষী সার্জেন্ট ইলোর আজারিয়াইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক আহত ফিলিস্তিনিকে হত্যায় সাজাপ্রাপ্ত এক সেনা সদস্যকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক আদালতে ওই সেনা সদস্য দোষী প্রমাণিত হন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।


তেলআবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এ বিচার অনুষ্ঠিত হয়। বিচারক চূড়ান্ত রায় ঘোষণার আগে দুই ঘণ্টা সিদ্ধান্ত পড়ে শোনান। অভিযুক্ত ২০ বছরের সার্জেন্ট এলোর আজারিয়া সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ডের সাজা পেতে পারেন। গত বছর ২৪ মার্চ আহত আব্দুল ফাত্তাহ আল-শরিফ নামক ফিলিস্তিনিকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ১৫ জানুয়ারি থেকে ওই সেনা সদস্যের কারাদণ্ড শুরু হতে পারে। তবে আজারিয়ার আইনজীবী জানিয়েছেন এ রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন।

এক ফেসবুক পোস্টে নেতানিয়াহু লিখেছেন, ‘আমি এলোর আজারিয়াকে ক্ষমা করার পক্ষে।’ ফেসবুক পোস্টে জনগণকে তিনি ইসরায়েলি ডিফেন্স ফোর্সকে সমর্থনেরও আহ্বান জানিয়েছেন।

এই রায় নিয়ে ইসরায়েলের জনগণ বিভক্ত হয়ে পড়েছেন। সেনা সদস্যের সমর্থনে মিছিল করা হয়েছে। তবে শীর্ষ সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, আহত মানুষকে গুলি করে হত্যা করা ইসরায়েলি সেনাদের মূল্যবোধের সঙ্গে খাপ খায় না।
গত বছর ২৪ মার্চ আহত অবস্থায় আব্দুল ফাত্তাহ আল-শরিফ নামক ফিলিস্তিনিকে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সূত্র: বিবিসি, আল-জাজিরা।
/এএ/