ইরানে বন্দুকধারীর হামলায় নিহত ৫

nonameইরানে বন্দুকধারীর গুলিতে পাঁচ ব্যক্তি নিহত ও চার জন আহত হয়েছেন। বৃহস্পতিবার আরাক শহরে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

প্রসিকিউটরের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, প্রতিশোধমূলক আচরণ হিসেবে ২৬ বছরের এক যুবক দুটি বাড়িতে গুলিবর্ষণ করে। বন্দুকধারী যুবক এক হত্যা মামলার সন্দেহভাজন আসামি হলেও জামিনে মুক্ত। বন্দুকধারী প্রথম হামলা চালায় গত বছর তাকে গ্রেফতারকারী পুলিশ সদস্যের পরিবারের ওপর। এরপর ওই যুবক তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরকারীর পরিবারের ওপর হামলা চালায়। এতে অভিযোগকারীর বাবা-মা নিহত হয়েছেন।

হামলার পর বন্দুকধারী পলাতক রয়েছে। হামলায় সহযোগিতাকারী সন্দেহে বন্দুকধারীর ভাইকে গ্রেফতার করা হয়েছে।

ইরানে বন্দুকধারীর গুলিবর্ষণের ঘটনা খুব বিরল। দেশটিতে বেসামরিক নাগরিকদের শুধু শিকারের বন্দুক রাখার অনুমতি রয়েছে। সূত্র: বিবিসি।

/এএ/