প্রবাসী শ্রমিকদের দেশে পাঠানো অর্থে কর আরোপ করবে না সৌদি আরব

nonameপ্রবাসী শ্রমিকদের নিজ দেশে পাঠানো অর্থে কর আরোপ করবে না সৌদি আরব। তেলের মূল্যের নিম্নমূখীতার কারণে দেশটির বাজেট ঘাটতি কমানোর ছয় শতাংশ হারে কর আরোপের প্রস্তাব করা হয়েছিল। এ প্রস্তাব করেছিল দেশটির সুরা কাউন্সিল। তবে দেশটির অর্থ মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, প্রবাসী শ্রমিকদের দেশে পাঠানো অর্থের ওপর কোনও কর আরোপ করা হবে না।

সৌদি আরবে প্রায় এক কোটি প্রবাসী শ্রমিক রয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ বাংলাদেশি প্রবাসী শ্রমিক রয়েছেন। মধ্যপ্রাচ্যের দেশটি বাংলাদেশি শ্রমিকদের পছন্দের অন্যতম কারণ ছিলো, নিজ দেশে উপার্জিত অর্থ পাঠাতে কোনও কর দিতে হতো না।

এক টুইটে সৌদি আরবের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, শ্রমিকদের অর্জিত অর্থ দেশে পাঠানোর সময় তাতে এমন কোন কর আরোপ করা হবে না। টুইটে বলা হয়েছে, 'সৌদি রাজ্য আন্তর্জাতিক মান বজায় রেখে পুঁজির অবাধ প্রবাহের নীতিতে বিশ্বাস করে।'

অর্থ মন্ত্রণালয়ের এই টুইট বাংলাদেশিসহ দেশটিতে কর্মরত প্রবাসী শ্রমিকদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। সূত্র: বিবিসি বাংলা।

/এএ/