আইএসের দখল থেকে পালমিরা পুনরুদ্ধার করলো সিরিয়া

পালমিরায় আসাদবাহিনীইসলামিক স্টেট (আইএস)-এর দখল থেকে প্রাচীন শহর পালমিরা পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছে রাশিয়া সমর্থিত সিরিয়ার সেনাবাহিনী। রুশ যুদ্ধবিমানের হামলার সহযোগিতায় এক বছরের দ্বিতীয়বার এ শহর পুনরুদ্ধার করলো সিরীয় বাহিনী। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

গত ডিসেম্বরে আইএস পালমিরা পুনর্দখল করে। এর মাত্র আট মাস আগে সিরীয় বাহিনী আইএসের হাত থেকে পালমিরা পুনরুদ্ধার করেছিল।

সিরীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, সিরীয় ও রাশিয়ার বিমানবাহিনীর সহেযাগিতায় সেনাবাহিনী পালমিরা পুনরুদ্ধার করেছে। এতে মিত্ররা সহযোগিতা করেছে।

বৃহস্পতিবার সিরীয় সেনাবাহিনী ও ইরান সমর্থিত মিলিশিয়ারা পালমিরার দিকে অগ্রসর হয়। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শহরটি থেকে আইএস নিজেদের প্রত্যাহার করে নিয়েছে।

মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, আইএস পিছু হটে সিরিয়ার পূর্বাঞ্চলের দিকে গিয়েছে। সরকারি বাহিনী মাইন সরিয়ে পালমিরার নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

পালমিরা প্রথমবার দখলের সময় আইএস প্রাচীন এ শহরটির অমূল্য প্রত্নতাত্নিক নিদর্শন ও ঐতিহ্য ধ্বংস করে ফেলে। ধারণা করা হয়, ডিসেম্বরে পুনর্দখলের পরও আইএস আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিদর্শন ধ্বংস করেছে। সূত্র: আল-জাজিরা।

/এএ/