সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের হুমকি দিলো ইসরায়েল

israel-jetইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের হুমকি দিয়েছেন। ইসরায়েলি যুদ্ধবিমানকে লক্ষ্য করে যদি আবারও সিরিয়া গুলি ছুড়ে তাহলে এ হুমকি কার্যকর করা হবে। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এ খবর জানিয়েছে।

গত সপ্তাহে ইসরায়েল-সিরিয়া বেশ কয়েক বছরের মধ্যে ভয়াবহ সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, তাদের একটি যুদ্ধবিমান বিমানবিধ্বংসী রকেট ছুড়ে ভূপাতিত করেছে সিরিয়া। আর সিরিয়া অভিযোগ করেছে, ইসরায়েলের বিমান তাদের ভূখণ্ডে বোমা হামলা চালিয়েছে।

ইসরায়েলের বিমানবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ইরান সমর্থিত লেবাননের হেজবুল্লাহ গোষ্ঠীর অস্ত্রের বহরে হামলা চালানো চারটি ইসরায়েলি যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে সিরিয়া। তিনটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি বিমানকে ভূপাতিত করে সিরিয়া। ইসরায়েলের অ্যারিয়াল প্রতিরক্ষা ব্যবস্থায় তা ধরা পড়েছে।

চলমান এ উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আভিগড লিয়েবারম্যান ইসরায়েলের রাষ্ট্রীয় রেডিওতে এক সাক্ষাৎকারে বলেন, এরপর যদি সিরিয়া তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আমাদের যুদ্ধবিমানের বিরুদ্ধে তাহলে কোনও দ্বিধা ছাড়াই তা ধ্বংস করে দেওয়া হবে। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট।

/এএ/