দামেস্কের পূর্বাঞ্চলে বিদ্রোহীদের ওপর আসাদবাহিনীর বিমান হামলা

104351959-GettyImages-655492316.530x298সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্বাঞ্চলে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে সোমবার প্রচণ্ড বিমান হামলা শুরু করেছে সরকারিবাহিনী। রবিবার ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় ২৫জন নিহত হওয়ার পর নতুন করে সরকারিবাহিনীর ওপর হামলা চালায় বিদ্রোহীরা। এরপর সরকারিবাহিনী বিমান হামলা চালায়।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান রামি আব্দেল রহমান বলেন, ‘ভোর থেকে বিদ্রোহীদের অধিকৃত জোবারে প্রচণ্ড বিমান হামলা শুরু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রবিবার যেসব বিদ্রোহী গোষ্ঠী হামলা চালিয়েছিল সরকার ও তার মিত্র বাহিনী তাদের ওপর হামলা শুরু করেছে।’

রবিবার ভোরে পূর্বাঞ্চলীয় জোবার এলাকার সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে ফাতেহ আল-শাম ফ্রন্টের নেতৃত্বে বিদ্রোহী ও জিহাদিরা হামলা শুরু করে। এরপর তারা পাশের আব্বাসিদ স্কোয়ার এলাকায় ঢুকে পড়ে।

দুই বছরের মধ্যে প্রথমবারের মতো বিদ্রোহীরা আব্বাসিদ স্কোয়ারে প্রবেশ করে। কিন্তু সন্ধ্যার পর সরকারি বাহিনীর প্রচণ্ড হামলার মুখে তারা পিছু হটতে বাধ্য হয়।

এর আগে মার্চ মাসের শুরু থেকেই দামেস্কতে একাধিক আত্মঘাতী হামলা হয়েছে। সর্বশেষ বুধবার দামেস্কের একটি আদালত ও রেস্তোরাঁয় আত্মঘাতী হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। সূত্র: সিএনএন।

/এএ/