রমজানে কঠিন পরীক্ষায় গাজার মুসলিমরা

1-27ইসরায়েলের অবরোধে মধ্যেই ফিলিস্তিনের গাজায় শুরু হয়েছে মাহে রমজান। বিশ্বের কোটি কোটি মানুষ শুরু করেছেন সিয়াম সাধনা। তবে সারাবিশ্বের মতো রমজানের আবহ নেই গাজায়। বিভিন্ন সমস্যা ও সংকটের মধ্য দিয়ে রোজা রাখতে শুরু করেছেন গাজার মুসলিমরা। ফলে গাজার মুসলিমদের কঠিন পরীক্ষার মধ্য দিয়েই যেতে হবে পুরো রমজান মাসে।

গাজার মানুষেরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন। বেশ কিছুদিন ধরেই চলছে বিদ্যুৎ সংকট। এবার সরকারি কর্মীদের শুরু হয়েছে বেতন সংকট। অনেক সরকারি কর্মীদের বেতন ৩০-৪৫ শতাংশ কমানো হয়েছে। চিকিৎসা সুবিধা থেকেও বঞ্চিত গাজার অনেক মানুষ।

২০১৭ সালের প্রথম চারমাসের হিসেব অনুযায়ী আন্তর্জাতিক শ্রম সংস্থা জানিয়েছে, গাজার ৪১ শতাংশ এখনও বেকার। প্রায় ২ লাখ কর্মঠ মানুষ বেকার বসে আছেন।

রমজান মাসে গাজার মুসলিমদের তাই কঠিন পরীক্ষাই দিতে হচ্ছে। উপার্জনকারী ব্যক্তিরা এখন আগের মতো সক্ষম নন। সারাবিশ্বের মুসলিমদের মতো রমজান মাস পালন করতে পারছে না তারা। নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন তারা।

পরিবারে কর্তাদের এমন অসহায়ত্বে বঞ্চিত হচ্ছে অনেক শিশু। কারণ আনন্দমুখর সেই পরিবেশ তারা পাচ্ছে না। আর এর প্রতিফলন দেখা যাচ্ছে দোকানগুলোতেও।

বিভিন্ন খবরে জানা গেছে, গত একমাসে সব দোকানেই বিক্রির হার অনেক কমে গেছে।

২০১৪ সালে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের ধকল এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি গাজা।  অঞ্চলটি নিয়ন্ত্রণকারী হামাসও অনেক দুর্বল হয়ে পড়েছে। সূত্র: মিডলইস্ট মনিটর

/এমএইচ/এএ/