সিরিয়া ও ইরাকে ২২০০ জন মানুষ হত্যা করেছে ট্রাম্পের যুক্তরাষ্ট্র

20170112_2_21261130_17910828যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর সিরিয়া ও ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ২ হাজার ২০০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। মঙ্গলবার আইএসবিরোধী যুদ্ধ পর্যালোচনাকারী বেসরকারি সংস্থা এয়ারওয়ার্স এ তথ্য জানিয়েছে।

এনজিওটির দাবি অনুসারে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে সিরিয়া ও ইরাকে জোটের বিমান হামলায় প্রতিমাসে অন্তত ৮০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সবমিলিয়ে ২ হাজার ৩০০জন বেসামরিক নাগরিক নিহত হন ওবামার আমলে। তবে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর প্রতিমাসে ৩৬০ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। মাত্র ছয়মাসে ২ হাজার ১৬০ জন মানুষ নিহত হয়েছেন।

২০১৪ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে। এই জোটে যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে ব্রিটেন, অস্ট্রেলিয়া, বেলজিয়াম ও ফ্রান্স। ইরান ও রাশিয়া পৃথকভাবে সামরিক কর্মকাণ্ড চালাচ্ছে।

/এএ/