আল আকসায় ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে নেওয়া যায় না: এরদোয়ান

presdient-erdogan-and-abbasতুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, আল আকসা মসজিদে যেকোনও মুসলিমের প্রবেশে ইসরায়েলের নিষেধাজ্ঞা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।  কিছুদিন আগে আল আকসা মসজিদের কাছে সংঘর্ষের জের ধরে ফিলিস্তিনি নাগরিকদের প্রবেশের ক্ষেত্রে ইসরায়েলের নিষেধাজ্ঞা আরোপের প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেছেন।

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, বৃহস্পতিবার সকালে মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে আলাপ করেন এরদোয়ান। এ সময় তুর্কি প্রেসিডেন্ট ফিলিস্তিনি নাগরিকদের আল আকসা মসজিদে প্রবেশের ক্ষেত্রে ইসরায়েলের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

এরদোয়ান বলেন, ‘কোনও মুসলিমকেই মসজিদে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা প্রত্যাশিত নয়। ইসলামিক নিদর্শন রক্ষা করা এবং জেরুজালেম ও আল আকসার পবিত্রতা পৃথিবীর সব মুসলিমের জন্যই গুরুত্বপূর্ণ।’

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, ফোনালাপের সময় মাহমুদ আব্বাস আল-আকসা মসজিদের নিষেধাজ্ঞা তুলে নিতে ইসরায়েলের ওপর চাপ অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানাতে এরদোয়ানকে অনুরোধ করেছেন।

প্রেসিডেন্টের কার্যালয় সূত্রে জানা গেছে, এরদোয়ান ইসরায়েলের প্রেসিডেন্ট রিউভেন রিভলিনকে ফোন দিয়ে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি রিভলিনকে বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সব মুসলিমকেই মসজিদে প্রবেশ করতে দেওয়া উচিত। 

উল্লেখ্য, ১৪ জুলাই পুর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের কাছে  ফিলিস্তিনি বন্দুকধারীদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটে। এরপর ইসরায়েল আল-আকসা মসজিদ বন্ধ করে দেয়। এছাড়া গত ৫ বছরের মধ্যে প্রথমবারের মতো শুক্রবারের জুম্মার নামাজেও নিষেধাজ্ঞা জারি করে ইসরায়েল। সূত্র: মিডল ইস্ট মনিটর।

/অর্ক/এএ/