ওআইসি মহাসচিবের সঙ্গে শোলাকিয়ার ইমামের সাক্ষাৎ

955596-955688627অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) মহাসচিব ইউসেফ আল-ওতাইমিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের শোলাকিয়া ঈদগাহের প্রধান ইমাম আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় ওআইসি সদর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আরব নিউজের খবরে বলা হয়েছে, সাক্ষাতের সময় শোলাকিয়ার ইমাম ওআইসি মহাসচিবের কাছে ১ লাখ ১০ জন ইসলাম বিশেষজ্ঞের স্বাক্ষরযুক্ত জঙ্গিবাদবিরোধী ফতোয়া তুলে দেন।  বাংলাদেশের এই উদ্যোগ বিশ্বজুড়েই প্রশংসিত হয়েছে।

এ সময় উভয়েই ইসলামের নামে জঙ্গিবাদ ছড়ানোকে প্রত্যাখ্যান করেছেন এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতির কথা জানিয়েছেন।

আবিদজানে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ৪৫তম বৈঠকটি আগামী বছর ঢাকায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি গোলাম মোশি জানান, ওআইসির সম্মেলন আয়োজন করা বাংলাদেশের জন্য সম্মানের বিষয়। এ ধরনের আয়োজন ওআইসি ও বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় করবে। সূত্র: আরব নিউজ।

/এএ/