যুদ্ধবিরতির মধ্যেই দামেস্কে হামলা চালাচ্ছে সিরীয় যুদ্ধবিমান

syria_24সিরিয়ার দামেস্কে যুদ্ধবিরতির মধ্যেই বিমান হামলা চালাচ্ছে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী। রবিবার পূর্ব দামেস্কের ঘুতার এলাকায় সিরীয় যুদ্ধবিমান বোমা ফেলেছে। এ হামলার কথা জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

এক বিবৃতিতে সিরিয়ার সেনাবাহিনী জানায়,  শনিবার স্থানীয় সময় বিকালে ঘুতার পূর্বাঞ্চলে যুদ্ধ বন্ধ করেছে তারা। তবে যেকোনও সহিংসতা মোকাবিলায় প্রস্তুত তারা। তাদের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী ফায়লাক আল রহমান। তিনি সরকারকে এই সমঝোতার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছিলেন।

তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছিলেন পরিস্থিতির জটিলতা নিয়ে। ঘুতার ওই অঞ্চলটি রাশিয়া, ইরান ও তুরস্কের সমঝোতার চারটি এলাকার একটি।

সিরিয়ান অবজারভেটরি জানায়, শনিবার যুদ্ধবিরতি ঘোষণার পর বেশ শান্ত ছিল এলাকাটি। অল্প কয়েকটি বিচ্ছিন্ন শেল বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। কিন্তু রবিবার পূর্ব ঘোতা এলাকার ডুমা ও আইন তারমা শহরে ছয়টি বিমান হামলা চালানো হয়।

যুদ্ধবিরতির মধ্যেই হামলার বিষয়ে সিরিয়ার সরকার বা সেনাবাহিনীর কোনও মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: রয়টার্স।

/এএ/