আল আকসায় নিরাপত্তা ক্যামেরা লাগিয়েছে ইসরায়েল

FED28858-BD01-46C2-98AB-B1F2B0635995_cx0_cy9_cw0_w1023_r1_sমুসলিম ধর্মালম্বীদের দ্বিতীয় কাবা হিসেবে পরিচিত আল আকসা মসজিদে মেটাল ডিটেক্টর বসানো ও যুবকদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে উত্তেজনা ও সংঘর্ষ চলছে। এবার ইসরায়েল আল আকসা প্রাঙ্গনে নিরাপত্তা ক্যামেরা লাগিয়েছে।

জেরুজালেমের পুরান শহরে অবস্থিত আল আকসা মসজিদের প্রবেশ মুখে এসব ক্যামেরা বসানো হয়েছে। ইসরায়েলের কর্মকর্তাদের মতে, মেটাল ডিটেক্টরের একটি সম্ভাব্য নিরাপত্তা ব্যবস্থা হতে পারে এসব ক্যামেরা।

ইসরায়েলের দাবি, সন্ত্রাসী হামলা ঠেকাতে ক্যামেরা বসানো জরুরি। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিষয়ে কোনও ধরনের সমঝোতা করা হবে না। পূর্বের অবস্থায় আল আকসা না যাওয়া পর্যন্ত তাদের বিক্ষোভ চলবে।

শুক্রবার থেকে শুরু হওয়া আল-আকসা মসজিদের প্রবেশাধিকার নিয়ে চলমান ইসরায়েল-ফিলিস্তিন উত্তেজনা আরও জোরালো হয়েছে। জেরুজালেম এবং পশ্চিমতীরে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে দখলদার ইসরায়েল। ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত সেনাবাহিনীকে পাথর ছুঁড়ে প্রতিহত করার চেষ্টা করছে ফিলিস্তিনের মুক্তিকামী মানুষ। শুক্রবারের সংঘর্ষে দুই পক্ষের ৬ জন নিহত হওয়ার পর শনিবার পশ্চিমতীর এবং জেরুজালেমে পৃথক দুই ঘটনায় আরও দুই ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। উত্তেজনা প্রশমনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। সূত্র: ভয়েস অব আমেরিকা।

/এএ/