দুবাইয়ের টর্চ টাওয়ারে আগুন

টর্চ টাওয়ারে আগুন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে টর্চ টাওয়ার নামের একটি বহুতল আবাসিক ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে দেশটির সরকারের তথ্য বিভাগ এক টুইট বার্তায় জানিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার  রাতে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনটি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী কাজ করছে। পৃথিবীর অন্যতম উঁচু এ ভবনে কী কারণে আগুন লাগল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে ভবনটিতে আগুনের ভয়াবহতার চিত্র ধরা পড়েছে। এতে আগুনের লেলিহান শিখার পাশাপাশি ভবনটি থেকে পুড়ে যাওয়া বিভিন্ন জিনিস নিচে পড়তে দেখা যায়।

এর আগে ২০১৫ সালেও আগুন লেগে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ৭৯তলা ভবনটি ২০১১ সালে চালু হয়। বিশ্বের ৩২তম সুউচ্চ এ ভবনে ৬৭৬টি অ্যাপার্টমেন্ট রয়েছে। সূত্র: বিবিসি

/এএম/