সমালোচনার মুখে নারী ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দিলেন রুহানি

ইরানে নারী সংসদ সদস্য থাকলেও ১৯৭৯ সালের পর মাত্র একজন নারী মন্ত্রী দায়িত্ব পালন করেছেনইরানের নতুন গঠিত মন্ত্রিসভায় সব পুরুষ সদস্য নিয়োগ দিয়ে সমালোচনার মুখে ভাইস প্রেসিডেন্ট পদে তিন জন নারীকে নিয়োগ দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। বুধবার ভাইস প্রেসিডেন্ট পদে দুইজন নারী ও নাগরিক অধিকার সেবা বিষয়ক প্রেসিডেন্টের সহকারী পদে এক নারীকে নিয়োগ দেন তিনি।

ইরানের ১২ জন ভাইস প্রেসিডেন্টের পদ রয়েছে। প্রেসিডেন্টের বিভিন্ন সংস্থার কাজ পরিচালনা করেন ভাইস প্রেসিডেন্টরা। ১৯৭৯ সালের ইরানের ইসলামিক বিপ্লবের পর থেকে এ পর্যন্ত দেশটির মন্ত্রিসভায় মাত্র একজন নারী মন্ত্রী ছিলেন। মন্ত্রিসভাটি দেশটির সংসদে অনুমোদিত হতে হবে। মন্ত্রিসভায় সুন্নি মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি কম থাকারও সমালোচনা রয়েছে। শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের জনসংখ্যা ১০ শতাংশ সুন্নি।

পরিবার ও নারীবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসুমেহ এবতেকার, আইনবিষয়ক ভাইস প্রেসিডেন্ট লায়া জনেইদি এবং নাগরিক সেবা বিষয়ক প্রেসিডেন্টের সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শাহিনদোখত মওলাবার্দিকে। রুহানির আগের মন্ত্রিসভায় ভাইস প্রেসিডেন্ট হিসেবে মওলাবার্দি দায়িত্ব পালন করেছিলেন। 

সংস্কারপন্থীরা দাবি করে আসছিলেন, মন্ত্রিসভায় পুরুষের সংখ্যা বেশি হওয়ার কারণ সরকারের ওপর ধর্মীয় গোষ্ঠীর চাপ রয়েছে।

সংসদে মন্ত্রিসভা অনুমোদন নিয়ে সমস্যায় পড়তে হবে না রুহানিকে। কারণ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদগুলো দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খোমেনির অনুমোদন নিয়ে পূর্ণ করা হয়েছে।

ইরানের একমাত্র নারী মন্ত্রী হিসেবে ২০০৯-১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন মার্জিয়েহ দাস্তজার্ডি। তিনি আহমেদিনেজাদ সরকারের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সূত্র: বিবিসি।

/এএ/