অক্টোবর-নভেম্বরে সিরিয়া নিয়ে শান্তি আলোচনায় জাতিসংঘের আশাবাদ

s2.reutersmedia.netসিরিয়ার চলমান সংকট নিরসনে গুরুত্বপূর্ণ সমঝোতার জন্য চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে শান্তি আলোচনা শুরুর ব্যাপারে আশাবাদী জাতিসংঘ। বৃহস্পতিবার জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডে মিস্তুরা একথা জানিয়েছেন।

গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে জাতিসংঘের মধ্যস্ততায় এরই মধ্যে সাত দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সব আলোচনাই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এই অবস্থায় সিরিয়ায় বিদ্রোহী ও সরকারবিরোধীদের একটি ঐক্যবদ্ধ রূপ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে অক্টোবর-নভেম্বরে সরকারের সঙ্গে বিরোধিরা শান্তি আলোচনায় বসতে পারেন।

স্টাফান ডে মিস্তুরা বলেন, অক্টোবরে সৌদি আরবের রিয়াদে তিনটি বড় বিরোধী সংগঠন নিয়ে বৈঠক হতে পারে। এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝি জেনেভাতে সরকার ও বিরোধীদের নিয়ে কয়েক দফা কূটনৈতিক বৈঠক হতে পারে।

সাংবাদিকদের মিস্তুরা বলেন, আমরা আশা করছি অক্টোবরে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হতে পারে। সিরিয়ার সরকারের পাশাপাশি আমরা রাশিয়া ও ইরানের সঙ্গে আলোচনা করছি। যাতে করে আলোচনার মঞ্চ প্রস্তুত হয়।

ছয় বছর ধরে সিরিয়ার চলমান গৃহযুদ্ধে অন্তত ৩ লাখ মানুষ নিহত হয়েছেন। ১ কোটি ১০ লাখ মানুষ এই সময়ে গৃহহারা হয়েছেন বলে ধারণা করা হয়। সূত্র: রয়টার্স।

/এএ/