মক্কায় একটি হোটেলের আটতলায় আগুন

8201721111725407422417সৌদি আরবের মক্কায় একটি হোটেলে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের পর হোটেলটিতে অবস্থানরত হজযাত্রীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার আজাজিয়াহ জেলার একটি হোটেলে এই আগুন লাগে।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সেবার মুখপাত্র নায়েফ আল-শরিফ জানান, অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে ১৫ তলা হোটেলটির আটতলায় ত্রুটির কারণে আগুন লাগে।

মুখপাত্র জানান, হোটেলে প্রায় ৬০০ জন বাসিন্দা ছিলেন। এদের বেশির ভাগই তুরস্ক ও ইয়েমেন থেকে আসা হজযাত্রী। আগুন লাগার পর তাদের সরিয়ে নেওয়া হয়েছিল। পরে আগুন নিয়ন্ত্রণে আসলে হোটেলে ফিরিয়ে আনা হয়।

তিনি জানান, আগুন লাগার বিষয়টি তদন্ত করা হচ্ছে।

পবিত্র হজ পালনের লক্ষ্যে প্রায় ২০ লাখ মুসলিম মক্কায় জড়ো হয়েছেন। এর আগে গত মঙ্গলবার জেদ্দায় তিনটি ভবন আগুন লেগে ধসে পড়েছিল। ওই সময় ৬০ জন মানুষকে সরিয়ে নেওয়া হয়েছিল। সূত্র: গালফ টাইমস।

/এএ/