রাস্তায় নাচের অভিযোগে আটক কিশোরকে ছেড়ে দিয়েছে সৌদি পুলিশ

imageসৌদি আরবের রাজধানী জেদ্দার রাস্তায় গানের সঙ্গে নাচার অভিযোগে আটক ১৪ বছরের এক কিশোরকে ছেড়ে দিয়েছে দেশটির পুলিশ। বুধবার পুলিশ তাকে সতর্ক করে ছেড়ে দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

১৯৯০ দশকের জনপ্রিয় গান ম্যাকারেনা গানের সঙ্গে কিশোরের নাচের ভিডিওটি সামাজিকমাধ্যমে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছিল। এরপর  কিশোরকে আটক করা হয়। মাত্র ৪৫ সেকেন্ড দীর্ঘ ভিডিওতে কিশোরকে টি শার্ট, স্পোর্টস শর্টস ও বাহারি রঙের জুতো পরা অবস্থায় দেখা যায়। পাঁচ লেনের রাস্তার মধ্যখানে কিশোর নাচতে শুরু করে।

আটক কিশোরের নাম ও জাতীয়তা প্রকাশ করেনি পুলিশ। এর আগে জানানো হয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রকাশ্যে অনুপোযুক্ত আচরণ ও যান চলাচলে বাধা দেওয়ার কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কিশোরকে ছেড়ে দেওয়ার কথা জানায়। বিবৃতিতে বলা হয়, কিশোরের বিরুদ্ধে কোনও অভিযোগ আনা হয়নি। কিশোর ও তার অভিভাবকদের ডেকে আনা হয় এবং এমন আচরণ না করার জন্য সতর্ক করে দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, এধরনের কোনও কর্মকাণ্ডের আটক কিশোর জড়াবে না বলে তার অভিভাবকরা লিখিতভাবে অঙ্গীকার করেছেন।

কিশোরের জীবনের নিরাপত্তা এবং যানবাহন ও পথচারীদের সুরক্ষা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে চলতি মাসের শুরুতে সৌদি পুলিশ দেশটির এক সঙ্গীত শিল্পীকে আটক করেছিল। মঞ্চের নাচের সময় ড্যাব মুদ্রা ব্যবহার করার কারণে তাকে আটক করা হয়। নাচটি সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়। পরে সৌদি আরবে নাচটি নিষিদ্ধ করে।

সূত্র: রয়টার্স, গার্ডিয়ান।

/এএ/