প্রবাসী গৃহকর্মীদের সুরক্ষা দিতে কাতারের নতুন আইন

s1.reutersmedia.netকাতারে কর্মরত কয়েক হাজার প্রবাসী গৃহকর্মীদের সুরক্ষা দিতে নতুন একটি আইন জারি করেছেন দেশটির শাসক শেখ তামিম বিন হামাদ আল-থানি। গৃহকর্মীদের সুরক্ষায় এটিই প্রথম আইন জারি করল কাতার। এর ফলে মানবাধিকার সংগঠনের বেশ কিছু উদ্বেগ কাটিয়ে উঠবে কাতার।

নতুন আইনে, গৃহকর্মীদের দিনে সর্বোচ্চ ১০ ঘণ্টা কাজ করানো যাবে। এই ১০ ঘণ্টার মধ্যে নামাজের বিরতি, বিশ্রাম ও খাওয়ার সময় বরাদ্দ থাকবে। এছাড়া চুক্তি শেষে তিন সপ্তাহের মজুরি দিতে হবে চাকরি ছেড়ে দেওয়ার সময়।

এই আইন অনুসারে, গৃহকর্মীদের বয়সসীমা ১৮ থেকে ৬০ বছরের মধ্যে নির্ধারণ করা হয়েছে। চুক্তি অনুসারে বছরে তিন সপ্তাহের ছুটি দিতে হবে এবং তাদের উপযুক্ত খাবার ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।

উপসাগরীয় ধনাঢ্য দেশগুলোর মতো কাতারেও কয়েক হাজার গৃহকর্মী কাজ করেন। যাদের বেশিরভাগই নারী। এদের বেশির ভাগই ফিলিপাইন, দক্ষিণ এশিয়া ও পূর্ব আফ্রিকা আসা শ্রমিক। সূত্র: রয়টার্স।

/এএ/