ইয়েমেনে সৌদি জোটের নতুন বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ১৪

ইয়েমেনের রাজধানী সানায় সোদি আরবের নেতৃত্বাধীন জোটের নতুন বিমান হামলায় শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। উদ্ধারকর্মীরা ধ্বংস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন।

8bbd96a5289145de8700e232ac004dd0_18

প্রত্যক্ষদর্শী ও চিকিৎসাকর্মীদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, সানার দক্ষিণাঞ্চলীয় জেলা ফাজ আট্টান এলাকার দুটি আবাসিক ভবনে বিমান হামলা চালায় সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট এতে শিশুসহ অন্তত ১৪জন নিহত হয়েছে।

আশঙ্কা করা হচ্ছে, অনেকেই আহত অবস্থায় ধ্বংস্তূপে আটকা পড়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিধ্বস্ত দুটি ভবনের একটির বাসিন্দা মোহাম্মদ আহমদ জানান, নয়টি মরদেহ তারা হাসপাতালে নিয়েছেন। তিনি বলেন, ধ্বংস্তূপ থেকে একের পর এক মানুষকে উদ্ধার করেন স্থানীয়রা। নিহত শিশুদের অনেকেই এক পরিবারের সদস্য।

কয়েকদিন আগেই সৌদি জোটের একটি যুদ্ধবিমান উত্তর সানার আরহাব এলাকার একটি হোটেলে হামলা চালায়। এতে অন্তত ৪১জন নিহত হয়েছিলেন।

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে অভিযান চালাচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। যুদ্ধের পর থেকে এই পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ নিহত ও কয়েক লাখ মানুষ গৃহহারা হয়েছেন।

যুদ্ধে বিধ্বস্ত ইয়েমেনে কলেরার সংক্রমন ছড়িয়ে পড়েছে ভয়াবহভাবে। এপ্রিল থেকে এ পর্যন্ত প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে কলেরায়। এছাড়া চলতি বছরে প্রায় ৬ লাখ মানুষ কলেরায় আক্রান্ত হয়েছেন। সূত্র: আল জাজিরা।