আইএসের পতন যুক্তরাষ্ট্রের পরাজয়: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস)-এর পতনে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের পরাজয় হয়েছে। চীনা বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি

খামেনি জানান, আইএসের বিরুদ্ধে জয় মধ্যপ্রাচ্যে বিভাজন ও গৃহযুদ্ধকে পরাজিত করেছে। এই বিভাজন ও গৃহযুদ্ধে পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের।

মঙ্গলবার ইরানের সিনিয়র জেনারেল ঘোষণা দিয়েছিলেন, ইরাক ও সিরিয়া আইএস জঙ্গিদের চূড়ান্ত পতন হয়েছে। এ জন্য তিনি ইরানের সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানান।

ষড়যন্ত্রের কথা উল্লেখ করে খামেনি জানান, আইএস তৈরি করতে শত্রুরা অনেক বিনিয়োগ করেছে। তারা এই অঞ্চলের অন্য কোথাও বা অন্য কোনও উপায়ে একই ধরনের ষড়যন্ত্র করতে পারে বলে হুঁশিয়ার থাকার আহ্বান জানিয়েছেন।